রেগা থেকে রেশন, স্বাস্থ্য থেকে শিক্ষা- দূর্নীতিতে নিমজ্জিত বিজেপি
13 Aug 2020
গরীব -অবুঝ মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন রেশনের চাল লুটছে বিজেপি নেতারা। ঘটনা মোহনপুর বিধানসভা অন্তর্ভুক্ত কলকলিয়া সরকারী নায্য মূল্যের দোকানে। কার্ডে ৩০ কেজি চাল লিপিবদ্ধ করা হচ্ছে , অথচ কার্ড হোল্ডারদেরকে দেওয়া হচ্ছে ২০ কেজি করে চাল। এমনটাই অভিযোগ করল এলাকাবাসী। এলাকাবাসীর কাছে হাতেনাতে ধরা পরতেই মুখ লুকোচ্ছে বিজেপি নেতারা।