Skip to main content
CPIM | AP

দিন দুপুরে রেগার টাকা চুরি!

12 Aug 2020

রেগার শ্রমিকদের বঞ্চিত করে কুর্তি কদমতলা বিধানসভার সরসপুর গ্রাম পঞ্চায়েতে রেগার কাজ চলছিলো ডজার দিয়ে, ন্যায্য শ্রমদিবস থেকে বঞ্চিত শ্রমিকরা।। শ্রমিকদের বিক্ষোভের মুখে ডজার দিয়ে রেগার কাজ করানো বন্ধ রেখে শ্রমিকদের ন্যায্য শ্রমদিবস ফিরিয়ে দিতে বাধ্য হয় পঞ্চায়েত প্রধান।