কি চলছে এ রাজ্যে?
23 Aug 2020
গরীব অসহায় কৃষকের প্রায় দেড় বিঘা জমির লাউ ক্ষেত ধ্বংস করে দেয় দুষ্কৃতিকারীরা।। চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত চেচুড়ী মাই গ্রামের থালা ভাঙ্গা এলাকার গরিব কৃষক মন্টু দাসের জমির লাউ ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।। ক্ষেতে লাউ এসেছিল প্রচুর। ইতিমধ্যে তোলাও শুরু হয়েছিল।
SHOW LESS