আইনমন্ত্রীর পোষা গুন্ডাদের ভয়াবহ সন্ত্রাস
18 Aug 2020
মোহনপুর বিধানসভা এলাকার ছেচুরিয়া জুড়ে বিজেপি দুর্বৃত্তদের ভয়াবহ সন্ত্রাস, CPIM নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ভাঙচুর চালায়। CPIM ছেচুরিয়া অঞ্চল সম্পাদক সজীব শঙ্কর ভট্টাচার্যকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে মারধর করার চেষ্টা করে। পার্টির অঞ্চল সদস্য অনিল চন্দ্র দাসের বাড়ী ভাঙ্গচুর করে। অঞ্চল সদস্য অনুকুল দেবনাথের বাড়ীতে হামলা চালায়। হরিনাখলা উত্তর ব্রাঞ্চের সম্পাদক প্রিয়লাল সরকারের ভাই অজিত সরকারকে প্রচন্ডভাবে মারধর করে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।